শরৎ বুঝি এলো-
কারা যেনো কানে কানে আজি আমায় বলে গেলো।
বর্ষাকন্যা বুঝি অশ্রুসজল চোখে  বিদায় নিলো
সূর্য্যিমামার মিষ্টি আলোয় ধরণীতল সজিবতা পেলো।
পাখপাখালির দল  মহাকলরবে আকাশ পথে করছে ভ্রমণ
সাদা মেঘের ধোঁয়াগুলো শিমুল তুলর মতো করছে বিচরণ।
শেফালির মধুর ঘ্রাণ চারিদিকে বয়ছে   ফুরফুরে মিষ্টি হাওয়া
ভোর হতেই কিশোর কিশোরীর দল ছুটেছে শিমুল তলায় যাওয়া।
আমন ধানের সবুজ চারার ওপর  খেলছে ঢেউ উদাসী হাওয়া
কৃষক এখন অবসরে আছে নানা জায়গায় হচ্ছে  যাওয়া।  
ডিঙি নাও বাইতে বাইতে মাঝিও গাইছে  ভাটিয়ালি গান
সুরে সুরে মাতিয়ে তুলছে কৃষক  জেলের প্রাণ।