একটি শিশু জন্মেছিল
টুঙ্গিপাড়া গ্রামে,
সবাই তাকে করতো আদর
ডাকতো খোকা নামে।


সেই খোকা'টি ধিরে ধিরে
বড় হতে থাকে,
সবাই বলে এমন খোকা
জুটে একটা লাখে।


মা-বাবা দারুণ খুশি
খোকার মহৎ কর্মে,
সর্বলোকে বাসছে ভালো
নেই তো বিভেদ ধর্মে।


সেই খোকা'টি খোকা থেকে
হলো মুজিব ভাই,
ন্যায়ের পক্ষে যুদ্ধ তাহার
অন্যায়ে ছাড় নাই।


দশের কথা দেশের কথা
চিন্তা করতো রোজ,
গরীব ধনী বাদ যেতনা
সবার নিতো খোজ।


শান্তিপ্রিয় বাংলার নেতা
হলো মুজিব ভাই,
রক্তখেু পাক সেনাদের
মুখে ছুড়লো ছাই।


রেগে ফুঁসে শোষকের দল
বন্দী করলো জেলে,
জনতার তোপ দিয়েছে রুখে
গিয়েছে রাজ্য হেলে।


মুজিব যখন অধিকার নিয়ে
নামলো মাঠে-ঘাটে
সারা বাংলার আমজনতা
তার পিছনেই হাঁটে।


মুজিব হলো বঙ্গবন্ধু
হলো মাথার তাজ,
বজ্র শপথে রণহুংকার 
যুদ্ধের লও সাজ।


মরণপণে যুদ্ধ করে সবাই
আনলো যে স্বাধীনতা,
পূর্ণ হলো স্বাধীনতার স্বাদ
পেয়ে জাতির পিতা।