আমার দেশের মাটি,
সোনার চেয়ে খাটি ।
সকাল বেলা বেরই মাঠে,
কাজে বইয়া থাকে ধেনে।
ভূমির উপর কষ্ট করে,
ক্ষুদার জ্বালায় কাজ করে।
ঝড় বৃষ্টি মাথায় লয়ে,
ভূমির উপর পড়ে থাকে।
দিনের পর দিন মাঠে থাকে,
সন্ধা হলে নিকেতনে ফিরে আসে।
গমের দানা বহন করে,
ভুমির উপর কর্ম করে ।
সবুজ ফসল ভরা মাঠে,
চাষির হাসি ফোটে মুখে।
চাষির কষ্টের উপার জনে,
সোনার ফসল আলয় আনে।
চাষি ভাইয়ের কষ্টের ফসল,
সারা দেশে ছডিয়ে পডল।
চাষির মুখে হাসি ফুঠে,
নতুন ফসল ঘরে দেখে।
কষ্ট কত মধুর হবে,
ফসলের মাঠ ভরে ওঠে।
সবাই নিজের ইচ্ছায় করে কাজ,
সোনার বাংলার মাটির উপর রাজ।
মাটির মানুষের খাটি হবে,
অনেক কষ্টের ধারাবহন করে।
কূষের হাতে কঠিন কাজ,
মাঠে হবে ফসলের রাজ।
সোনার ফসল মাঠে,মাঠে,
সবুজ ফসল ঘরে,ঘরে।