প্রতীক্ষার প্রহর কবে হবে শেষ?
চারিদিকে ফুটেছে ফুল,
রেখেছি মনের দোয়ার খোলা,
দক্ষিণা পবন বয়ে চলছে,
মনে দিয়ে যায় দোলা।
সে কি আসবে ফিরে?
আবারও আগের মতো,
দূর করে কি দিবে সে আমার,
মনে জমে থাকা কষ্ট যতো?
তার থেকে দূরে থেকে থেকে,
ভালোবাসা গেছে বেড়ে,
সে আবার নতুন করে
মনটা নিয়েছে কেঁড়ে।
আমি রাখবো খুলে মনের দোয়ার,
সে আমার বড়ই আপন,
পর হবেনা সে তো আর।