কি লিখবো?,
কি লিখা উচিৎ.... কি দিয়ে বা শুরু করব_গো..!.
আপনি কি সেই,
যাহা ইতিপূর্বে প্রকাশিত হয়েছিলো...
না সে তো নই..
রুপ লাবন্যে মাখা এক হুর আপনি...
এই জোড়া চোখ দিয়ে এই রুপের,
আস্বাদন করিতে আমি পারিনি...


হে সুন্দরী
মুগ্ধ সবাই রূপ লাবণ্যে
করছে তারিফ আপনার প্রাণভরি,
মানবি নওতো আপনি
যেন স্বর্গ পুরের হুর-পরী


উন্মাদ সবাই আস্বাদন করতে
আপনার রুপ-লাবণ্যে,
শতবর্ষী প্রবীণ যে,
সে ও প্রণয়
চাওয়া লজ্জার কিছু নইগো-
তবেই সে ধন্য।


আমিও চাহি আপনার পানে
মুগ্ধ নয়নে নয়, ঘৃণা ভরা চাহনিতে,
আপনি নিয়েছেন  অচেতন নিদ্রায়
কত চোখের ঘুম কাড়ি।


আপনি মাতাল করিয়া চলেন
সকলকে
সবাই আপনার প্রেমের গুনধরি,
যখনই ধরিল কাননে আপনার
প্রণয় মঞ্জুরী।


আপনি কার লাগি গাঁথেন মালা
রোজ রাতে ফুলতুলি,
আপনার বিরহে গাহে গান
ওই কাননে বুলবুলি।


আপনি মুখেতে মিষ্টি হেসে
প্রাণেতে দেন বিষ ঢেলে,
কতজন মরছে বিরহে
ওই বিষের ঝাঁঝে অকালে।


আমার জন্ম যার কোলে
তারই জাত আপনি,
ওই চরণে স্বর্গ মম
তাই সে পদ চুমি।