কিছু চাওয়া পূর্ণতা পাবেনা জেনেও
সেই চাওয়াকে কেন্দ্র করে কত আকাঙ্ক্ষা
অথচ আকাশ-জমিনের ব্যবধান সেখানে
তবুও নিরাশ হয়না কেনো জানি মন কখনো,,,,


আবেগঘন মন বারবার বলে যায় সে মানুষটি আমার
যেন তার জগতে আসা আমাকে পূর্ণতা দেওয়ার জন্য
অথচ অনেক বছর  আগে সে মানুষটি অন্য কারো হয়েছে
সাজিয়েছে  ঘর নিজের মতো করে অন্যের  মানুষের জীবন,,,,


পদে পদে হিসাব খাতায় তার সাথে আমার ব্যবধান
ব্যবধান সময়ের,ব্যবধান বয়সের,  এমনকি  অর্থের
অথচ নিস্তব্ধ  অন্ধকার রাতের নিঃসঙ্গতা মনে করে দেয়
সেই মানুষটি কে ছাড়া জগতে  কতটা অসহায় আমি,,,,
  


বড় শখ জাগে হৃদয়ে প্রিয় মানুষটি হাতে হাত রেখে
সরষে লোপা বনে কিছুটা সময় পাড়ি দিতে
অথচ বহু আগে অসংখ্য বার অন্য মানুষ তার খোপাঁয়
সরষে ফুল গুঁজে দিয়েছে প্রিয় মানুষটি সম্মতিতে,,,,


অন্য মানুষের বুকে  সে চিরসুখে আমি মানতে পারিনা
সে মানুষটি আমার ছিলোনা বলে আমার হবে না
সে কথা আমি বিশ্বাস করলেও, আমার মন করে না
কেনো না তার জগতে আসা এই হৃদয়ের পূর্ণতার জন্য,,,,
৷৷৷৷।।।।।।