বিদ্রোহী এ মন
অপলক নয়ন
দেখিয়াছি আজ
মেলিয়া মোর দিব্য নয়ন
মরিতেছে মানুষ ক্ষিধার তারনে


সরকার যখন দিয়েছে আশ
দেশ থেকে করবে কষ্টের অবসান
দেখিয়াছে তখন আমার দিব্য নয়ন
করিতেছি চুরি ত্রাণের ঝুড়ি
বন্টন কার্যবিধি যাদের উপর


রক্ষক যখন হয়ে যায় ভক্ষক
তখন থাকে কি আর করবার
আমি আরেকটিবার দেখতে চাই
একে ফজলুল হক, মাওলানা ভাসানীকে
আমার বাংলায় আরেকটিবার


নেই ক্ষমতা তাই বিদ্রোহী কবিতায়
লিখে যাই মনে জমা কথা
রুখে দাঁঁড়াও আর একটি বার
নিপিড়ন আর যন্ত্রণায় গরীবদের মরতে দিও না