আমি বারে বারে
মানুষের কথা বলব
জীবনের মায়া ছেড়ে দিয়ে
তাদের পাশে থাকব,,,


আমি ঝড় জঙ্গল উথাল করে
ঢেউয়ের দোলায় ভাসবো
আমি ফাঁসির মঞ্চে মানুষের জন্য
সুখের হাসি হাসবো,,,


আমি মানবো না মানবো না
মিথ্যা মালিকের বানী
আমি শ্রমিকের জন্য মানুষের জন্য
বারো মাস হবো ব্রিদোহী,,,


শ্রমিকের জন্য যুদ্ধ কিংবা
জিহাদের কথা নয়
শ্রমিকের জন্য কথা বলে
মানুষের শীতল হৃদয়',,,

শ্রমিকের জন্য আর কিছু নয়
মানবতা প্রয়োজন
শ্রমিকের জন্য রাজা মহারাজ
ছাড়ল  সিংহাসন"",,,


বিশ্বজুড়ে  লকডাউন
শ্রমিক  অনাহারে
মালিকগণ বেশ তো আছে
তাদের পরিবার নিয়ে,,,,,


অনারা হয়তো ভুলে গেছে
  অতীতের সকল কথা
লক্ষ্য  শ্রমিকদের পরিশ্রমের
তারা আজ বিশালতা"""।


নেই ক্ষমতা তাই নিরুপায়
শ্রমিক আজ অসহায়
বিদ্রোহ করো হে তরুণ তরুণী  
ফিরে দাও শ্রমিকদের তাদের পুজি,,।