একটা ঘুমন্ত রাত্রি চাই,নির্ঘুম রাত্রি থেকে
মদ্যপানের নেশা থেকে, নিকোটিনের ধোঁয়া থেকে
মেঘলার চাঁদমুখ, মেঘলা সাথে কাটানো সময় থেকে
পরিশেষে মেঘলাকে ভুলে থাকার জন্য একটি ঘুমান্ত রাত্রি চাই..


সাত বছরের রিলেশন আর দুই বছরের দাম্পত্য জীবনে
ছোট্ট ছোট্ট আশা এবং ভালোবাসা ভেঙ্গে বিচ্ছেদের আজ প্রায় দেখতে  দেখতে চার বছর প্রেরিয়ে যাচ্ছে  
ঘুমহীন দুটি চোখ বড়ই ক্লান্ত,একটু  ঘুমাতে  চাই


এখানো এক শহরে বসবাস দু'জনার অথচ কেউ কারো নই
দেখা হয়ে যায় পথ চলতে ভুল করে রাস্তার মোড়ে রেস্তোরাঁয়, মাছের বাজারে, শপিং মলে, কিংবা বইয়ের মেলায়, অথচ হাজারটা  ইচ্ছে থাকা সত্ত্বেও কোন কথা হয় না, জানা হয়না,কেমন আছো,বলা হয় না ফিরে এসো,,অথচ গুমরে মরি একাকী,  হারানো শোকে


নির্ঘুম আমি নির্ঘুম আমার দুটি চোখ,সিদ্ধান্তে পৌছে গেছি ইতিমধ্যেই, ঘুমাবো আমি তবে জাগ্রত হবোনা
যেদিন রাতের আকাশে এক ঝাঁক তারা আর  চাঁদ থাকবে না
অমাবস্যার কালো আঁধারে ঢেকে যাবে এই শহর


যেদিন চুলদাড়ি  সাদা হয়ে যাবে, চোখে ঝাপসা দেখতে পাবো
ঠিক তোমার বাড়ির বারান্দায় নিশিরাতে দাঁড়িয়ে যাবো
চিৎকার করে বলবো কে বলেছে বিচ্ছেদের পর ঘুমানো যায় না
এমন অনেক কথা বলতে বলতে ঘুমিয়ে যাবো তবে জাগ্রত হবোনা