হৃদয়ের বন্ধনে ছিলো দু'টি মন মুক্ত
অকারণে অভিমানে করে দিলে ভিন্ন
তৃতীয় মানুষ হলো মেঘলার  আপনজন
ভালোবেসে সুখের দেখা খুঁজে পেলোনা মন..


আধার আলো  দুঃখ  সুখ যেটাই হোক জীবনে
বলেছিলো মেঘলা. থাকবো দু'জন, দু'জনার হয়ে
মুখে ছিলো মিষ্টি হাসি,মনে ছিলো প্রতরণা
এত  পাষাণ হৃদয় তোমার কেনো বলোনা


কিসের নিলে প্রতিশোধ.কি ছিলো অভিযোগ
পশ্ন জাগে মনে,গুমরে মরি ক্ষণেক্ষণে