সৌন্দর্য.শিক্ষিত.নম্র ভদ্র
মেঘলার সাথে হয়েছিল হৃদয়ের বন্ধন
হাতেহাত রেখে মিষ্টি হেসে বলেছিলো
আমার ভালোবাসা শুধুই তোমার জন্য


মেঘলা খুব আবেগঘন মায়াবী সুরে
হাতে হাত রেখে বলেছিলে
মরন হয়তো আসবে  তবুও
এই হাত দুটি ভিন্ন হবে না কখনো


পাহাড় থেকে ঝর্ণা আলাদা হতে পারে
সাগর নদীর সম্পর্ক নষ্ট হতে পারে
কবির কবিতা আর শিল্পীর আঁকা ছবি
সব মিথ্যা হতে পারে
তোমার আমার বিচ্ছেদ হবেনা তবুও


সূর্য হয়তো কিরণ দিতে ভুলে যাবে
চাঁদ হয়তো জ্যোৎস্না ঝরাতে অক্ষম হবে
প্রকৃতির নিয়ম নীতি পাল্টে যেতে পারে  
তোমার আমার ভালোবাসা অটল থাকবে


পাহাড় ঝণা  সাগর নদীর সম্পর্ক নষ্ট হয়নি
কবির কবিতা আর শিল্পীর ছবি আজও চিরসত্য
সূর্যের কিরণ চাঁদের জোস্ননা
প্রকৃতির সব নিয়মনীতি আগের মতোই  আছে


শুধু পাল্টে গেছে মেঘলা,ভুলে গেছে তার বলা কথা
নিঃস্বার্থ সে নিজেকে নিয়েছে গুটিয়ে আমি আর আমার ভালোবাসা ভুলিয়ে
মেঘলা নামে কালো মনের মেয়েটি,আজ অন্য কারো ঘরনী