নিঃশব্দ রাত, চারদিকে যেন মরুভূমি
অচেনা শহরে পথের পথিক আমি
অন্ধকারে কোনো কিছুর দেখা মিলছেনা
কিছুটা  যাত্রার বিরতি সেখানে


হঠাৎ শুনিতে পায় কে যেন মায়াবী কন্ঠে
মিষ্টি ছন্দে,প্রেমের কবিতা আবৃত্তি করছে,
"তুমি যে কত চেনা সে কি জানো না"
কবিতার মাঝে হারিয়ে গেলাম আমি


ইতিমধ্যেই পাশে  দেখি এক রমনী
তাকেই দেখে  বাক শক্তি হারিয়ে ফেলেছি
নিজেকে  নিয়ে হারিয়ে  যায় কল্পনার জগতে
চোঁখে চোঁখ রেখে,ঠোঁটের সাথে  ঠোঁট মিলিয়ে
ভালোবাসি বলে,জড়িয়ে  নিলাম  বুকে,,,৷