তোমার চরণে নূপুর বরণে
তুমি নিত্য গুঞ্জন আমার শ্রবণে
আমি গমনে তোমার কাননে
হে প্রিয়া, তাই আমি মুগ্ধনয়নে ৷
অবিরল প্রতীক্ষায় শুনিব পায়
ব্যাকুলতায় কানে নূপুর ঝংকায়
আসো সামনে প্রিয়া মন তোমায়
বাসনায় সাজানো তুমি আপনায়৷
আহা: কী মাধুরি তোমার চরণে
ওগো কনে তোমার গহনে৷
তুমি রয়ে রয়ে প্রিয়ার আসনে৷
মন চায় তোমায় ক্ষণে ক্ষণে৷
কাছে আসো, মোর প্রিয়া,
পড়াই নূপুর আপন হাতে,
অনুরাগে বীণা কী বাজাবে না,
আপনার সাথে৷