মেঘলার বিয়ে প্রায় আট বছর হয়ে গেল
তারপর থেকে দুজনের যোগাযোগ আর হয়নি
অনেক চেষ্টা করেও ব্যর্থ, কারণ জানা ছিলোনা
বিয়ের পর সে কোথায় সংসার সাজিয়ে ছিলো....


মেঘলার যখন বিয়ে হয়,তার ঠিক এক সপ্তাহ আগে
তার মায়ের সাথে একটা শপিংমলে দেখা হয়
জিজ্ঞেস করলাম,  চাচিমা হঠাৎ শপিংমলে আপনি
ওনি কোন উত্তর না দিয়ে বিষন্ন মুখে চলে গেলেন...


সন্ধ্যায় চায়ের আড্ডায় মেঘলার বাসার সামনের দোকানে
হঠাৎ পুলিশ, নারী পাচার গ্রুপের সদস্য বলে নিলেন তুলে
পুলিশ কাস্টমে দুইদিন পর শুনতে পায় আজ মেঘলার বিয়ে
নিরুপায় চার দেয়ালে বন্দি আমি, পারিনি যেতে বিয়ের আসরে


সেই থেকে মেঘলার সাথে যোগাযোগের কোন সুয়োগ হয়নি
তবে নিয়মিত তার সোশ্যাল মিডিয়ায় ম্যাসেজ দিতাম, জানি আমার ম্যাসেজ সে দেখতে পেতনা,দেখবে কি করে অললাইলে সে আসতোই না,তবুও সেন্ড করতাম


হঠাৎ আজ সন্ধ্যায় একটা নাম্বার থেকে বারবার কল
রিছিব করতেই নয়ন থেকে জল গড়তে লাগলো
জিজ্ঞেস না করতে বলে উঠলো আমাকে ভালোবাসা
কি ঠিক হচ্ছে আপনার,আমি এখন মানুষের ঘরনী
আমাকে নিয়ে স্বপ্ন দেখা পাপ,আমাকে ভুলে যান,  মিথ্যা মোহনায়  জড়াবেন না প্লিজ বলে ফোনটা রেখে দিল,,,


মেঘলাকে বলার সুয়োগ হলোনা, ঠিক কি ভুল,পাপ না পূন্য?
এসব কোন কিছুই জানিনা,ভুল হলেও তা আমি মানবো না
তোমাকে ভালোবাসতে  আমার প্রচন্ড ভালো লাগে
এভাবে চিরকাল ভালোবেসে যাবো......