মনের খাচাঁয় যতন করে
রেখেছিলাম এক পাখিঁ
নিজের সুখে উড়াল দিলো
পাখিঁ বড্ড অভিমান,,,,


যে আকাশে উড়তো পাখিঁ
সে আকাশ বড়ই শূন্য আজ
পাখিঁর বাড়ি বড্ড আয়োজন
গ্রাম জুড়ে মানুষের হই চই


কেহ বা কাটছে বাশঁ
খুড়ছে আবার  কেহ কবর
কান্না ভিজা নয়নে আবার
অনেকেই করছে কোরান তিলাওয়াত,,


পাখিঁ পড়বে বলে লাল শাড়ি আজ
তবে কেনো তার গায়ে সাদা কাপড়
আতরের সুগন্ধি, সুরমাতে  তার নয়ন
পাখিঁর হলো সমাধি,,,,,,