বৃষ্টি এলেই কেনো জানি
মনে পড়ে তোমার কথা
মনে কি পড়ে তোমার
বাল্যকালে সেইসব কথা,,,,,,,,


বৃষ্টি এলেই তুমি আসতে
দু'পায়ে নুপুর জড়িয়ে
হলুদ বরন শাড়ি পড়ে
আসতে তুমি পুকুর পাড়ে,,,,,,,


বৃষ্টি মাঝে দাড়িয়ে
হাতে হাত রেখে  
বলতাম দু'জন
মনের সকল কথা,,,,,


আকাশ যখন মেঘ জমতে
জড়িয়ে ধরতে তুমি আমাকে
আমি বৃষ্টির পানিত, হিমেল অনুভূতি তে
মিশে যেতাম তোমার সাথ,,,,,


নেই আর তুমি, হয় বৃষ্টি
শুনেছিঃ থাকো তুমি
অজানা অচেনা  
কোন এক শহরে,,,,


তাই বৃষ্টি এলেই কি
আর ভিজি না আমি
ছাতা নিয়ে ছুটে আসি
এই সেই পুকুর পাড়ে,,,


আশায় আছি, আজো আমি
আশো যদি তুমি
তোমাকে নিয়ে বৃষ্টির মাঝে
ভিজবো আবার আমি৷৷৷৷৷ ।