অভিনয়ে ছলনায় বিষাদে ভরে গেছে মন
সুখী হতে চেয়ে সুখী হলো মন
অনুসূচনার আগুনে জ্বলচ্ছি সারাক্ষণ
হলেনা ভালোবেসে তুমি আপন,,,,


একটি রাত জাগিয়ে  দেখতে যদি, কত যন্এনা
তবে নিঘুম রাত আমায় যেতনা
বিরহের  একটু  জল,ঝরতো তোমার  চোখেঁ
তাহালে চোখেঁর জলে এই বুক ভাসঁতো না


ভালোবাসার একটু পরশ যদি অনুভব  করতে
অভিনয়ে ছলনায় নিজেকে  জড়াতে না,,,
দুনিয়ার মেলা শেষ  আমার,নিতে হবে বিদায়,,
বিরহের বিষ যে ঢেলেছো, ঠেলেছো মরনের দুয়ারে


না পাওয়ার হাহাকার  নিয়ে যাচ্ছি চলে
দূর হতে বহু দূরে,শেষ  অনুরোধ  রেখো
মরন হলে খবর প্রেয়ে ছুটে  আসোনা
অভিনয়ে চোখেঁর পানি প্লিজ  ফেলনা
আধার ঘরে মাটির বুকে থাকবো  আমি একা
কোনদিনও  পারবেনা কেহ করতে ছলনা
যন্ত্রণা থেকে মুক্তি পাবো হলে আমি লাশ
ভালোবাসার হবে হাশরের ময়দানে৷৷৷