ঠিকানাবিহীন পথে একাকী আমি
কোথায় যাবো,নেই ঠিকান
বাল্যকালের প্রেম খুবই ভয়ংকর
বড় হওয়ার স্বপ্ন  স্বপ্নই থেকে যায়,,,


সপ্তম শ্রেণীতে পরিচয়,নাম অনামিকা
অষ্টম শ্রেণীতে হলাম দু'জন দুজনার
টেস্ট পরীক্ষার পরে হলো জানাজানি
বাবা ছিল প্রচন্ড রাগি, বাড়ি ছাড়া  হলাম আমি,,,


দিয়েছিল মা কিছু  টাকা জে এস সি পরীক্ষা জন্য
পরীক্ষার শেষে রেজাল্ট মোটামুটি হলো ভালো
অনামিকা যখন জান্তে পারে বাড়িতে আমার নেই ঠাঁই
সঙ্গে সঙ্গে সে আমাকে জানালো  বিদায়


অনাহারে আহারে চলছে আমার  জীবন
এই জগতে  নেই আমার  কেউ আপন
যে অনামিকার  জন্য আমার  করুন আবস্থা
সে তো বেশ করছে ঘর অন্যর বুকে
আমি শুধু  হারালাম স্বপ্ন আশা
বাল্যকালের প্রেম আমার জীবন হলো অন্ধকার,,,,,,