যেথাই যায়, সেথাই দেখি
অপ্রচয়ের পরছে বালি
কেমন করে দেখবো আমি
উন্নতির চাবিকাঠি?


বাবার টাকায় ফোনাফোনি
অকারণে আড্ডাবাজি
মদের নেশায় ধূমপানের
অপ্রচয়ের  পড়ছে বালি।


ব্যায় বহুল  আয়োজনে
খাবারের টেবিল সাজে
অল্প একটু খায় মোরা
বাকিটুকু ডাস্টবিনে।


নিত্য নতুন পোশাকে
ব্যায় বহুল বেড়েই চলছে
বিলাসিতার জীবন গড়তে
মাতানত আজ অপ্রচয়ের কাছে।


অপ্রচয়ের রোধে কথা বলি
রাজনৈতিক মঞ্জে দাড়ি
কথা কথা লেখি আমরা
গল্প  কবিতার  শেষ্ঠ লাইন।


যদি মোরা করতে পারি
অপ্রচয় প্রতিরোধ
তবেই এদেশ হবে
উন্নতির হিমালয়।।।