চারিদিকে শুধু অন্ধকারের ঘনঘটা।
অশান্তিতে মেতেছে দেশ।
সর্বত্র শুধু ভয় আর সংশয়
শান্তির নেই রেশ।
কি হবে আর কি হচ্ছে
দেশ প্রেমিক দের মনে ভয়।
পূর্ণতা পাবে কি স্বাধীনতার সূর্য
আসবে কি সত্যের জয়।
দূর হোক সব অমঙ্গল গুলো,
দূর হোক দুরভিসন্ধি।
দেশের শত্রু রা নিপাত যাক।
মীরজাফর হোক বন্দি।