হে ভগবান কবে করবে
আমায় সেই ছেলে দান।
যে ছেলে আমার জন্নে
দিতে পারবে প্রান।
অনাহারে আমার মুখে
তুলে দিবে অন্ন,
সেই ছেলে কুলে পেয়ে
হব আমি ধন্ন।
হে ভগবান কবে হবে
আমার দুংখের অবসান।
হে ভগবান আমি তর
প্রেম পূজারী, দিন মজুরী
পূজার থালা লয়ে,
প্রতিদিনি তরি সেবা
পূজায় যাইযে করে।
আমার ডাকে নিরব বাকে
আছিস বসে তুই
সুনিস না কি ডাক আমার
বুজিস না মনের ভাষা,
একটি ছেলে হবে আমার
মনে বড় আশা।
পিপাসাতে ভরা বুক
কবে দেখব ছেলের মুখ।