একটু সুখের লাগী
আসিলাম তর দারে।
এসে দেখি দারিয়ে আছিস
তুই দুংখের ডালি
হাতে লয়ে।
তখন হয়ে আমি নীড় বাগ
ফিরে গেলাম নিজ বাকে,
পিছু তর ডাকা ডাকি
শুনেও শুনি নাই।
কোন সে আগাত পেয়ে বুকে
মুখ ফিরাল হাজার দুংখে
ভেবে পাগল ছিলোম তাই,
দারে দারে গুরে গুরে
একটু সুখের দেখা নাহি পাই।
সুখের পাখি থাকে দুরে
আপনি মায়া ছারি।
আখি জলে ভাসি ভাসি
সুখের পাখি তরী কাছে
আমি যাই বারে বার
একটুও কি নাইরে মায়া
দিতে মোরে একটু ছায়া
তর বুকের মাঝে।