ঝিরি ঝিরি বাতাসে মন
ভাল বাসার উসনতায়
উরিয়েছি পাল বিহংগ
এই প্রভাতে।
হারিয়েছি আজ নিজেকে আমি
অজানা সুখের ভোবনে।
সূর্য রশনী ঐ পরেছে ডেলে
পৃথিবীর গ্রায়
শিশিরের কনিকায় কনিকায়।
দুবলা নরম ঘাসে
প্রজাপতি বসায় মেলা
মিষ্টি আলোর রাশে।
গুন গুন গুন-
পাখির ডাকে ভাংগলো
আমার ঘোম।
আলত করে তুমি এসে
গালো দিলে চোম,
হলো মন আনন্দে মাতআরা
নিলোম তোমায় বুকে টানি
জিবন থেকে মুছে গেল
সকল গ্যানী এই সকালে।