ছল ছল করে চোখ
যদি আসে পানি,
ঘুম ঘুম রাত শেষে
ঘুম হবেনা জানি।
টপটপ যদি পড়ে
চোখ হতে জল,
ঝরঝর পাবে নাতো
ধরায় নামা বল।
শনশন যদি বয়ে
গেয়ে যায় গান,
টনটন ব্যাথা নিয়ে
জুড়াবে না প্রাণ।
কলকল যদি করে
সাগরের বারি,
টলমলে কেঁদে যাবো
পৃথিবীটা ছাড়ি।
বকবক যদি আসে
মেদিনীটা ধেয়ে,
কলহলে বোকা হব
গাধাটার চেয়ে।
এতশত সব মিলে
না  চলে ধুম,
চুপচাপ পৃথ্বী রয়
আসবে তখন ঘুম।