(বিষয়: শেক্সপিরীয় সনেট
ছন্দ : অক্ষরবৃত্ত
মাত্রা: ৮+৬
অন্ত্যমিল :কখকখ গঘগঘ ঙচঙচ ছছ)


নিয়মের বেড়াজালে   অবরুদ্ধ আমি
শাকিন পথের খোঁজে  হারায়েছি দিশা,
তনকা প্রণয় বাদে   আমি আজ দামি
তারাকেও ভুলে গিয়ে   তোমাতেই মিশা।
মানব জীবন এতো   নিয়মে হারিয়ে
নব সব পরিচয়   চিনে খুঁজে একা,
নাটকীয় অভিনয়ে   কতো কাছে গিয়ে
একা পথে ফিরে আসা  না পেয়ে ও দেখা।


নিজের জীবনে যদি   শান্তি পেতে চাও
কবিতার পথে আসো   একাকীও মজা,
বিবক্ষ কলমে আঁকো   কষ্ট ডুব যাও
অনেক হারিয়ে তবু  পাবে না তো সাজা।
রিক্ত হৃদয়ের বুকে   আঁকি কতো ছবি,
দম্ভ নিয়মে স্বাধীন  মুক্ত আমি কবি।


                  --ধন্যবাদ--