চলো যায় একই সাথে ,
       সাহসীর সেই পথে ;
   দাড়ানোর নেই কোনো ফল।


আজকের এই দুনিয়াতে,
হত্যা হচ্ছে দিনে রাতে ;
   মানুষের চোখ ছলছল ।


কারা বাঁচাবে তাদের বল?
আমরা নবীন দল ।


কেন আজ ঘরে ঘরে ,
    নরেরা ভয়ে মরে ;
সাহস দিবে কে বল?


কত ছেলে অবিচারে ,
  অত্যাচার ভোগ করে ;
কে ধরাবে তাদের হাল ?


কে ধরাবে তাদের হাল ?
আমরা নবীন দল ।


কত মায়ের বুক খালি,
করে,তারা দেয় তালি ;
  আসে নাকো চোখে জল ।


মা কাঁদে খালি খালি ,
পুত্র ব্যথা বুকে জ্বালি ;
ফাঁটছে যে তার গল ।


সান্তনা দিবে কে বল ?
আমরা নবীন দল ।
       -----------