তোমারও আখিঁ পল্লবে
দেখি এ কোন সুর,
ঝরে পড়ে স্নেহ মাখা
সুর সুমধুর।
নেমে আসে মায়াভরা
স্নিগ্ধ আলো,
সেথায় আখিঁরে দেখি
কাজল কালো।
আধার আলোতে দেখি
ভেজা দুনয়ন,
জাগে মনে শঙ্কা!
করো কী গোপন।
হয়তো আমায় ভেবে
চোখটা ভেজে,
আমি তো বসে আছি
প্রবাসী সেজে।
সারাদিন সারারাত
ভাবি আনমনে,
কবে যে হবে দেখা
তোমার সনে।
দূর পানে বসে বসে
পথ চেয়ে রই,
তোমাকে নীরবে ডাকি
ওগো মোর সই।
না জানি আসবো
কখন ফীরে,
তোমাকে   দেখবো
আপন করে।


++++++++++ধন্যবাদ+-++++++