নিদ্রা থেকে যা জেগে ওঠ
সব শিশুরই অন্তর,
বিশ্বে আবার মানবতার
ফুল ফোটানো দরকার।
ইচ্ছে যার যেই কাজেতে
সেই কাজ সে করবে,
ইচ্ছে দিয়েই নতুন করে
পৃথিবীটাকে গড়বে।
অনেকে আছে সাহিত্য প্রেমী
কাব্য ভালবাসে,
তাকে পড়তে কাব্য দাও
ফল দেবে সব শেষে।
কেউবা আবার বিজ্ঞানী হয়ে
করবে দেশের সেবা,
জাগা আজ তোর সুপ্ত জানা
ঘুমিয়ে আছিস যেবা।
বর্তমানের পিতা মাতা
আছেন আপনারা যারা,
ভালো রেজাল্টের জন্য শুধু
সন্তানকে করেন তাড়া।
সন্তান বোঝে নাকো শিক্ষার 'শ'
রেজাল্ট করছে ভালো,
গুরুদত্তে পরীক্ষা দিয়ে
জীবন করছে কালো।
জাগেনি তার মনুষ্যত্ব
শিক্ষাই নেই বল,
করবে কী সে এই ধরায়?
নিয়ে এই ফলাফল।
ফলাফলই যদি সব হতো
আসিত না নজরুল,
ইচ্ছাস্বাধীন হওয়ায় সে
ফুটালো তার কাব্যের ফুল।
মনটা চাই সাহিত্যিক হব
বাবা বলে চিকিৎসক,
পরাধীন আজ থাকার ফলে
পূরণ হচ্ছে না মোর শখ।
যেই পথে যার মনোনিবেশ
সেই পথ দাও তাকে,
শখ পূরণের ইচ্ছায় যেন
প্রতিভা জাগাতে থাকে।
--------ধন্যবাদ--------