কখনো যদি আমায় বেষ্টন করে
আঁধারের আচ্ছাদন;
যদি ভেঙে যায় আমাকে ঘিরে
গড়ে ওঠা সব রঙিন স্বপন;
যদি মনে পড়ে সব মধুর কথন
আর খামখেয়ালির স্মৃতি তখন!
হে প্রিয়,আমার আত্মার আপন,
দমিয়ে রেখ দয়া করে অশ্রুপতন।
বদলে নিও তোমার স্বপ্ন-দর্পণ!
বুঝে নিও পাশেই আছি,
দেখা দিতে চাইছি ভীষণ!