এই বার্ধক্যেও জড় বিনে রইল না কেউ;
কী আশ্চর্য! গায়ে জড়ানো শাল কিংবা
হাতের লাঠিটি ও তোমাদের মতোই--
ধরে না রাখলে আর থাকল কই!


আমাকেও দেখ-- কত দুর্বল!
হৃদয়শূন্য এই বিষয়গুলো ছাড়া
নেই আর কিছুই ধরে রাখবার বল।
এই দূর্বলতায় করুণাটিও তো করলে না কেউ;
এমনভাবে গেলে যেমন চলে যায়--
সমুদ্রের একেকটা ঢেউ!