আমার আব্বার কাছে এক থালা ভাতের ওজন
পঞ্চাশ কেজির সমান।
যেমন কাঁধে করে ট্রাকের ওপর থেকে
এক একটা চালের বস্তা নামান।


তাই কখনো যদি ভাতের থালা
হাতের তালুতে রেখে খাই,
আব্বা চেয়ে ভাবেন বুঝি বিস্ময়ে-
"সত্যিই কি চাঁদে বস্তুর ওজন বেশি নাই?"