বহিরাবরণ কঠিন যাদের
কোমল মনের লাভ কী!
তিক্ত তিক্ত কথা ছড়াও
তৃপ্তি কোথাও পাও কি?
সব অসঙ্গতির নিন্দা করো
মানুষ বোঝ না!
ভুলের বিপরীতে ভুল তোমার
ব্যর্থ অনুশোচনা।


ভালো যদি বাসো তবে
প্রকাশ কেন করো না?
রাগ দেখাতেই পারো শুধু
মান ভাঙাতে পারো না?
মুখের কথা-ই কেউ বোঝেনা
চুপ থেকে কি বোঝাতে চাও?
কর্কশ-কণ্ঠ শোনাও কেবল
কোমলতা কেন লুকাও?