১)
আমার চালা বিহীন ঘর, মেঘেরা পালা ক্রমে দেয় ছায়া;
গাছেরা মালিকানাধীন, আমি অধিকার বিহীন!
আমার শূন্য পাতিল, মেজবানি বাতিল।
তুমি দুটো রুটি নিয়ে এলে আমি হই মেহমান;
তোমার জন্য হাদিয়া– আকাশের নীল।


২)
যখন সম্প্রদায়ে সম্প্রদায়ে সম্প্রীতি
বলুন তখন কার ক্ষতি?
লুকিয়ে কোথায় থাকছে সব দুষ্ট-কুচক্রী?
চলুন সবে অপক্ষপাতে ওদের দমন করি।


৩)
মোদের পশুত্ব পতিত হউক অকাল মৃত্যুতে;
অসম্ভব হয় যদি-- চির বন্দী হউক অন্ধকূপে!


৪)
ওরা ভাবে ব্যথা দিবে না; তাই কথা জমিয়ে রাখে।
কথার পাহাড় গড়ে ওঠে তারপর!
এরপর আসে স্বরচিত গারদ গুড়িয়ে দেবার দিন,
পণ ভেঙে পাহাড় ঠেলে ফেলে ওরা
স্ব স্ব অপরাধীর 'পর—  হঠাৎ ই আকাশ সূর্যহীন!


৫)
শাবল কোদাল নিয়ে এসে দেখো আমাকে খুঁড়ে;
এক কলসি ভালোবাসা হৃদয়ে রেখেছি পুরে!