আমাকে যেদিন ধরে নিয়ে যাওয়া হলো– কেন্দ্রীয় জেলে,
জিজ্ঞেস করা হলো– পরিণতি জানিস না তুই?
কী হয় রাষ্ট্রের বিপক্ষে গেলে!
আমি বললাম কোনটা কে রাষ্ট্র বলে
আর কোনটা কে বলে সরকার
ও প্রজাতন্ত্রের পরিচারক,
তোমার সে জ্ঞান থাকা দরকার।
রাষ্ট্র কে ভালোবেসে ই রাস্তায় নামি
নইলে কী ভেবেছ আমার প্রাণের মূল্য নাই?
শুনে রাখো, তোমার বিপথগামী সরকার
কিংবা আমার প্রাণের চেয়ে রাষ্ট্র দামি;
তাই, ছিনিয়ে নিয়ে অথবা ছিন্ন হয়ে রাষ্ট্র কে বাঁচাইতে চাই।