আমাদের সাক্ষাৎ হোক
সাত, সতেরো অথবা সত্তর দিবস পর।
এর বেশি দেরি করো না,
ডাক্তার সাহেব বললেন-
আমার নাকি মেয়াদ আছে আর তিন মাস বড়জোর।
তুমি কিছুটা শুনেছিলে সুজনের মুখে
আমার পেটের পীড়া'র খবর।
আমিও নির্বাক জানো?
এইটুকু মাত্র ব্যথা খুঁড়বে আমার কবর!


শোন, আসার সময় এবার কিছু চাই না আমার;
হাতে কিছু সময় এনো।
যদি দু' চারদিন বেশি ও বাঁচি
দাফন টা তুমি করে যেয়ো।
নাহলে কী বলবে লোকে বলো?
কত ঝড় ঝাপটা পেরিয়ে পাওয়া প্রেমের
আজ এ কী হাল হলো!
আর লিখছি না,
এসব লিখতে গেলে বোধহয় নয়দিন ও বাঁচছি না।


ইতি,
তোমার ভবিষ্ণু স্মৃতি


(সংক্ষেপিত)