শুকনো খোলসের মতো
পড়ে আছি
একা,
খুব একা
অস্তদিঘির কিনারায়
অস্পৃশ্য কুশপুত্তলিকার ন্যায়...


দগ্ধ
প্রচণ্ড দগ্ধ
কুশপুত্তলিকার অভিশাপ,
আমি পরিত্যক্ত
নিঃসঙ্গ নদীর বার্তাবহ আমি।


সুন্দরবনের সূর্য
সুন্দর সূর্য তুমি,
তোমার প্রতি এ আমার অন্তিম কুর্নিশ ---
মৃত্যুর সাথে
কোনো বৈর নেই আমার
কারণ
জীবনের সাথে
আর পারছি না স্পর্ধায় !


আমি বারবার মরতে চাই
কিন্তু এমন কি মৃত্যু ?
বিসর্জন ঐকিক
পৌর্বাপর্য দারুণ রৌদ্রক্ষয় ---
জীবন্ত কঙ্কালের বেশে।


--- ১৮ নভেম্বর, (স্বর্ণলোক রিভারসাইড) বুরুল