এই জানাশুনা শহর
        চেনা অচেনা হাজারো গলি,
ব্যস্ত শহরের নিস্তব্ধ আকাশ
       আর শান্ত শহরের রিমিঝিমি বৃষ্টি।
সবই ঠিক তেমনি আছে
       শুধু নেই
            তুমি আমি,
          আর নেই আমাদের
                সেই বন্ধন।

তবুও মেঘ বালিকা,
      বিশ্বাস করো
এই চিরোচেনা শহরের অলিতে গলিতে
আঁকাবাঁকা সেই রাস্তার মোরে,
ব্যস্ত শহর কিম্বা নিস্তব্ধ রাতে
     বালিকা,আজও বড়ো ইচ্ছা করে
    কিছুটা পথ চলতে
     তোমার হাতে হাতটি রেখে।


আজও শহরতলীরর সেই
৪নং ফ্লাটের ছাদে,
স্বপ্ন আঁকতে ইচ্ছে করে
যে স্বপ্ন এঁকেছিলাম
তোমার চোখে চোখ রেখে
সেদিন রাতে


কিন্তু বালিকা দেখো
কয়েকটা বছরের ব্যাবধানে
স্বপ্ন গুলো সব যেন অজানা
শুধু নাম না জানা কিছু স্মৃতি
যা আজ বড্ড জানান দেয়
এ যেন নিষ্ঠুর বাস্তবতা।


     কতো মানুষ আসবে
      কতো মানুষ যাবে,
কতো মানুষ স্বপ্ন বুনবে
আর কতো মানুষের বিদ্ধস্ত স্বপ্নে
ভেঙ্গে যাবে তার পৃথিবীটা।
তার নির্বাক সাক্ষী হবে
আমাদের এই চিরোচেনা
     শহরতলীটা..............