একটা ভীষণ একলা পাখি একা একা আকাশে উড়ে
ডানায় ডানায় শূন্যতার গল্প।
একটা  একলা আকাশ তার রোদ্দুরটাক মেঘ ঢেকে দিয়েছে,
আকাশ জুড়ে থমথমে  মেঘ করেছে।
এই মেঘের কখনো  বৃষ্টি হয় না,
এ মেঘ কেবল  বিষাদ  জমায়।
একলা পাখিটি চুপে চুপে  ব্যাথা পুষে,
বুকের ভেতর কি জমিয়ে রেখেছি দেখো।
প্রেম  নয়,কোমল অনুভূতি নয়  বুকের ভেতর কেবল দুঃখ  জমিয়েছি,
বিষন্নতা  কুড়িয়েছি
বিষন্নতার বৃষ্টিতে ভেজে মন,
পরাস্থ হৃদয়ের আত্মগোপন।
বুকের মধ্যে গাঢ অন্ধকারের সন্ধে নামিয়েছি,
বুক জুড়ে কেবল দুঃখ জমিয়েছি।
নেবে কি দুঃখের সিকি ভাগ
না থাক।
এ আমার একার সম্বল একার অধিকার।
দুঃখের ভাগ কাউকে দিতে নেই।


*****************************