পাশের বাড়ির একটি মেয়ে
লাগল আমার ভালো ,
হরিণ কালো চোখ দুটি তার
রংটা একটু কালো ।
রোজ বিকেলে ছাদে এসে
আকাশ দেখে সে ,
মেঘকালো চুলগুলো তার
উড়ে বাতাসে ।
আমিও আকাশ দেখার ছলে
দেখি শুধু তারে ,
চোখাচোখি হলে কভু
লাজে যাই মরে ।
রাতের আঁধার আসলে নেমে
যায় মেয়েটি ফিরে ,
সুখের বিকেল শেষ হয়ে যায়
অন্ধকারের ভীড়ে ।
রাতের বেলা হাজার স্বপন
তারে নিয়া দেখি ,
আনব তারে বধু করে
এইতো কদিন বাকি ।
আবার যখন আসে বিকেল
হয়না তারে বলা ,
বলি বলি করে শুধু
যায় ফুরিয়ে বেলা ।
দিন দিন বুকের মাঝে
বাড়ে বড় জ্বালা ,
ভালবাসি তারে আমি
হয়নি আজো বলা ।