একি তুমি এভাবে ছটফট করছ কেন ?
ইস ঘেমে তো একেবারে নেয়ে গেছে দেখছি
খুব গরম লাগছে বুঝি ?
তা ফ্যানটা ছেড়ে দাওনা ।
কি ইলেকট্রিসিটি নেই ? ও তাই বল
আসলেই খুব গরম
দেখ আমিও ঘামতে শুরু করেছি ।
আসার সময়ও বাইরে তো দেখে এলাম
কি ফুরফুরে স্নিগ্ধ সমীরণ
সাথে কিছুটা ফুলের গন্ধও আসছিল ।
কিন্তু এখানে এত গরম কেন ?
ঘরের মধ্যে বলে ?
কিন্তু আমার ঘরেতো এত গরম লাগেনা ।
একি বন্ধু জানালাটা এভাবে বন্ধ করে রেখেছ কেন ?
তাইতো গরমে এভাবে হাঁপিয়ে উঠেছ ।
ত্বরা করে খুলে দাও জানালাটা
মায়াবী বাতাসে জুড়িয়ে যাক প্রানটা ।
কি তোমার ভয় করে ?
কেন কি আছে ওই জানালার পাশে
বাঘ-ভাল্লুক, ভূত নাকি কোন হিংস্র ঘাতক ?
তাই বলে স্বর্গতুল্য একটা জায়গাকে
কারাগার বানিয়ে রাখবে?
ঠিক আছে এখনতো আমি আছি তোমার সাথে
এবার নাহয় খুলে দাও জানালাটা ,
তারপর একদৃষ্টিতে চেয়ে থাক জানালা দিয়ে
ওই অন্ধকারের সত্ত্বার সাথে মিশে যাও
একসময় দেখবে ভয় কেটে গেছে তোমার
এমনকি আমি চলে যাবার পরও ।
আর কখনো তোমাকে বসে থাকতে হবে না
রুদ্ধ জানালার পাশে ,
ভয়ে শঙ্কায় কাঁপতে কাঁপতে ।
একি ইলেকট্রিসিটি চলে এল
থাক তারপরও জানালাটা বন্ধ করোনা
বরং ফ্যানটাই বন্ধ করে দিতে পার ।


কথা : লেখাটাকে কবিতার ক্যাটাগরিতে ফেলা ঠিক হল কিনা বুঝতে পারছি না । কবিবন্ধুদের মতামত আশা করছি ।