নিকষ কালো অন্ধকারের দূর্ভেদ্য এক প্রাচীরে
বন্দী আমি ।
আমি পারিনি এ প্রাচীর ভেদ করে
বেড়িয়ে যেতে,
আমি পারিনি বাইরের মুক্ত আলো বাতাসের
স্বাদ নিতে ।
দুর্গন্ধযুক্ত বাতাস প্রবাহিত হচ্ছে
এখানে সর্বত্র ।
আমার নাসিকা, মুখগহ্বর থেকে
ফুসফুস রক্ত,
শিরা- উপশিরা ধমনীতে,
এমনকি আমার মাথার মস্তকে
পূর্ণ এ বিষাক্ত বাতাসে ।
হয়তো কয়েকটি দগদগে ঘা হয়েছে
আমার কলজেতে,
মাঝে মাঝে চিনচিনে ব্যথাবোধ হয়
এই বুকেতে ।
একসময় হয়তো কলজেটা ছিড়ে পড়বে
রক্তক্ষরণ যা হবার ওখানেই হবে
পড়বেনা কারো চোখে তা
পাকস্থলী হজম করে ফেলবে কলজেটা
তারপর………, তারপর শুধু কলজেবিহীন মানুষ আমি ।
আসলেই মানুষ নাকি অন্য কিছু
মাঝে মাঝে ইচ্ছে হয় এ প্রাচীরে মাথা ঠুকে
মরে যেতে ।
কিন্তু তাও পারিনা আমি,
অথচ এ প্রাচীর আমারি গড়া
স্বরচিত নরকে পুড়ছি আমি
আসলেই এ এক দূর্ভেদ্য প্রাচীর    
             -৪/৫-১০-২০০৭
    ------------