ওরা আমার কপালে বর্ষিছে পাথর
কই আমি তো কাঁদিনা ,
তবে তোমরা কেন কাঁদো ?
আমার কপালের ক্ষত থেকে
গড়িয়ে পরছে কত রক্ত ।
কই আমি তো বাঁধিনা ,
তবে তোমরা কেন বাঁধো ?
যাও তোমরা সরে যাও
আমাকে আরো সইতে দাও ,
পাথরের আঘাত ।
যাও বলছি কেঁপোনা কাপুরুষের মত ।
প্রয়োজনে ঘরের সবক’টা দ্বার বন্ধ করে
অন্ধকারে গাঁ ঢাকা দিয়ে থাকো ।
তারপরেও যদি ওরা তোমাদের কাছে যায়
ওদের পায়ে লুটিয়ে পড়ে ,
ক্ষমা চেয়ে নিতে ভুল করো না’কো ।
ক্ষমা পাও্য়ার শর্তে ওদের দলে ভীড়ে
তোমরাও আমার গায়ে বর্ষাও পাথর ।
যতক্ষণ আমার গাঁয়ে দাঁড়াবার ক্ষমতা থাকবে
ততক্ষন দাঁড়িয়ে থাকবো ।
তারপর যখন দাঁড়াবার ক্ষমতা লোপ পেয়ে যাবে
শুয়ে শুয়ে আঘাত সইবো ।
একসময় হয়তো ওদের পাথর ফুরিয়ে যাবে
কিংবা ক্লান্ত হয়ে পরবে ওরা ।
কিন্তু আমি পাথরের মত নিশ্চল দাঁড়িয়ে
পুনঃ আঘাতের প্রতীক্ষায় রইবো ।