এই সাহানা , জানো তোমায় কত ভালোবাসি ?
সে ভালোবাসা যদি পানি হত ,
সাহারা মরুভূমি ভরে উঠত শস্যে শস্যে
ডুবে যেত নিচু দেশগুলো যত ।
সে ভালোবাসা যদি হত উত্তাপ ,
প্রশান্ত মহাসাগর শুকিয়ে যেত তার উত্তাপে
সৃষ্টি হত নতুন এক মরুভূমির ।
মোমের মত গলে গলে যেত কঠিন প্রাচীর ।
সে ভালোবাসা হত ঝড়ো হাওয়া যাদি ,
মহাপ্রলয়ে প্রকম্পিত হত পৃথিবী ।
হার মানাত কয়েক লক্ষ সুনামিকে
আর নিশ্চিহ্ন করে দিতে পারত এক তৃতীয়াংশ মানুষকে ।
ভালোবাসার শক্তি দিয়ে গড়লে পারমানবিক বোমা ,
গোটা পৃথিবীটাই ধ্বংস করা যেত এক নিমিষেই
যেমনটি হয়েছিল নাগাসাকি আর হিরোশিমা ।
শোন সাহানা ভালোবাসার শক্তিকে ভিন্নখাতে প্রবাহিত হতে দিও না ।
আমি তোমাকে ভালোবাসি তোমাকেই ভালোবাসব
পৃথিবীর বিরাট কোন ক্ষতির কারণ হতে চাইনা ।