ভূতটা ছিল ভীষণ বোকা
ভয় দেখাতে গিয়ে ,
নিজেই সে ভয় পেয়ে যায়
আরো বেশি ভয়ে ।
ভূতের বাবা বলল ডেকে
ওরে বোকা ভূত ,
না পারলে ভয় দেখাতে
করব সমাজচ্যুত ।
বাড়ি ছেড়ে বেড়োয় সে
এইনা কথা শুনে ,
কাউকে আজ ভয় দেখাবেই
শপথ করে মনে ।
ঘুরে ঘুরে ক্লান্ত যখন
যায় ফুরিয়ে বেলা ,
হঠাৎ দেখে কজন শিশু
করছে মাঠে খেলা ।
ভুতটা তাই ভীষণ সাজে
দাঁড়ায় ওদের মাঝে ,
চোখদুটো তার টকটকা লাল
দাতগুলো সে কিযে ।
তাইনা দেখে ছেলেগুলো
দেয় জোরে চিৎকার ,
বাবা গো মেরে ফেললো
মটকে ফেললো ঘাড় ।
এইনা শুনে আসে ছুটে
জোয়ান কজন ব্যাটা ,
কি হয়েছে ? মেরেছে কে ?
আরে কি আবার এটা !
আরে ব্যাটা ভূতের বাচ্চা ,
এথায় তুই কি করিস ?
দাতগুলো তোর ভেঙ্গে দেব ,
ফের যদি আর আসিস ।
ভয় দেখাবি তাদের দেখা
মনটা যাদের কালো ।
ভয় দেখিয়ে পারিস যদি
জ্বালতে একটু আলো ।
ভূত শিশুটা কেঁদে ফেলে
শুনে ওদের কথা ,
সবার কাছে খুলে বলে
মনে কি ওর ব্যথা ।
ছেলেগুলো শুনে এসব
ব্যথা মনে পায় ।
সবাই মিলে ভূত শিশুটার
বন্ধু হয়ে যায় ।