আমি এখন আর সেই খ্যাপাটে কিশোর নই
মুখ বুজে অনেক কিছুই সয়ে যেতে হয় ;
বিষে ভরা ফণা তুলে ফুঁসে উঠতে পারিনা
যদি দু’পায়ে পিষে ফেলে কেউ ।
এখন আমার দু’হাতই বাধা ,
হয়তোবা নয় কোন দৃশ্যমান বাঁধনে ;
পুড়ে যাচ্ছে ঘর সাধ্য নেই আমার
জল দেব যে আগুন নির্বাপণে ।
আমার হুংকার হঠাৎ থমকে হয়ে যায় মিউ মিউ ;
তবু দেখি লাঠি উঁচিয়ে চলে আসে কেউ কেউ ।
বাঁচার প্রয়োজনে যুদ্ধ নয় মেনে নিয়েছি আত্নসমর্পন;
হায় একি বেঁচে থাকা নাকি এক নিন্দিত জীবন ?