তবে কি আজ বসন্ত এলো ?
দক্ষিনা বাতাস দোলা দিয়ে
তাই কি বলে গেলো ?
শীত বুড়ি কি গা গুটিয়ে
পালিয়ে গেলো ?
সেই খুশিতে কোকিল কি আজ
মিষ্টি সুরে গান ধরিল ?
শীতে ঝড়া গাছের ডালে
ধরল সবুজ পাতা ।
পবন বাবু তাই কি লিখে
ভরেন কাব্য খাতা ?
ডালে ডালে ফুল ফুটিল
ভ্রমর করল গান ।
তাই কি আজ সবার মনে
আনন্দেরি বান ?
আকাশ জুড়ে আলো-ছায়ার লুকোচুরি
গাছে গাছে কত ফলের ছড়াছড়ি ।
খোকাখুকি তাইকি ভাবে
শুধু দুইটি মাস নয়
সারাবছর বসন্ত থাকলে
খুবই ভালো হয় ।