সুখ পাখিটার ডানা আমার ভেঙ্গে দিয়েছে কেউ ।
তবু আমি গর্জে উঠিনি হয়ে উত্তাল ঢেউ ।
সয়ে গেছি সব , বয়ে গেছি সব এসেছে যত ঝড় ।
তবু শোন হে ঘাতক তোমায় করিনি কখনো পর ।
কামনা করেছি দু’হাত তুলে থাক যেন তুমি ভালো ;
অন্ধকার কেটে তোমার ঘরে ফুটুক ভোরের আলো ।
ফুল হাতে আমি ফিরে এসেছি যতই ঠেলেছ দূরে ;
পাবে একটা প্রেমের পাহাড় দেখ যদি বুক খুড়ে ।
ভেবোনা এসব অভিমান আমার, নয় অভিনয়ও ;
তোমার হিংস্র চোখের আগুনে পাইনি আমি ভয়ও ।
আঘাতের পর আঘাত পেয়ে রয়েছি নিঃশ্চুপ
দু'চোখ কখনো নেয়নি আমার হিংস্র ঘাতক রূপ ।
কি কারণ তার প্রশ্ন যদি আসে কারো মনে ;
মহাপুরুষ হবার ব্রত আমার বলব জনে জনে ।


রচনাকালঃ ২৮-০২-২০১৫