আমি এখন নাগরিক সভ্যতা থেকে অনেক অনেক দূরে
তবু মাঝে মাঝে বিবেকের দংশন খায় কুরে কুরে ।
অষ্টো-পৃষ্ঠে জড়িয়ে রেখেছে কয়েকটি বিষাক্ত ভয়ানক সাপ
ফণা তুলে উদ্যত ছোবলে, দেবে যেন ঝাপ  ।
নিয়তির হাতে সপে দিলাম তাই জীবন-মরনের আশা
আলাদিনের প্রদীপ পেলেই আবার দেব ঘষা ।
বাঁচার আশায় পথ চেয়েছি মরিয়া হইনি কভু
দু'হাত তুলে প্রার্থনা করেছি দেখো তুমি প্রভু
অদৃশ্য থেকে কেউ যেন অট্টহাসি হাসে
যমরাজ এসে দাঁড়ায় বুঝি আমার জীবন নাশে ।