যদি আর ফিরে না আসি
কেঁদে কেঁদে চোখের পাতা ভিজিয়ে দিওনা ।
ঘুমের ঘোরে দেখা দুঃস্বপ্নের মত ভুলে যেও সব
নতুন করে হোক জীবনের উৎসব ।
কষ্টগুলো আর রেখোনা জমা ,
মনের নিভৃত কোণে
ডায়রীর মাঝখানের কয়েকটি পাতা
কেটে দিও সযতনে ।
রঙ্গিন ঘাসফুলগুলোকে পায়ে পিষে চলা
তোমার কাজ নয় জানি ,
তবু বেঁচে থাকার প্রয়োজনে কখনো কখনো
বিধ্বংসী হতে হয় ।
কখনো কখনো নৃশংস হতে হয় ।
স্বপ্নচারাগাছটাকে কখনো কখনো ,
দুঃসহ ক্যান্সারের মরণকোষ ভেবে
উপড়ে দিতে হয় ।