কেমন আছ নীল ভ্রমরা মনে কি আমায় পড়ে ?
এতটুকু তোমার সুখের লাগি এসেছিলাম সরে ।
কেমন আছি এই অচেনা গায় জানতে চায়নাতো কেউ ;
মাঝরাতে তাই দু’চোখে আমার বহে উত্তাল ঢেউ ।
স্বপ্নভাঙ্গা সেই নদীর তীরে বসে কাটাই দিন ,
এলোমেলো বাতাস নৈপথ্যে বাজায় কষ্টসুরের বীণ ।
মেনে নিয়েছি সবটুকু আজ হয়ে গেছি নিঃশ্চুপ ;
পাথর চোখে দেখে গেছি কষ্টের শতরূপ ।
ফিরে যেতে চাই আবার আমি স্বপ্নময় অতীতে সেই ,
হারিয়ে ফেলেছি চেনা সেই পথ , হায় আর মনে নেই ।
নীল ভ্রমরা একটু দেবে কি স্বপ্নসুখের মায়া?
আঁধার পথ হাতড়ে খুঁজেছি একটু তোমার ছোয়া ।